সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : আগষ্টে ঢাকার মিরপুরে বিপ্লব চলাকালে ছাত্র-জনতার উপর গুলিবর্ষণকারী আত্মগোপনে থাকা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা মীর বনি আমীনকে (২৮) গ্রেফতারের পর হামলায় মোরেলগঞ্জ থানার ওসি, এক এএসআইসহ ৩ পুলিশ আহত হয়েছে। বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার খাউলিয়া ইউনিয়নের বানিয়াখালী গ্রামে এই হামলার ঘটনা ঘটে।

আহতরা হচ্ছেন মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান, এএসআই রবিউল ইসলম ও পুলিশ কনস্টেবল মো. শাহীন খান। আহতদের রাত দেড়টার দিকে মোরেলগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আত্মগোপনে থাকা গ্রেফতার নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা মীর বনি আমীন বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা গ্রামের মো. হারুন অর রশিদের ছেলে।

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান ওসি ডিএসবি মো, শহীদুজ্জামান জানান, আগষ্টে ঢাকার মিরপুরে বিপ্লব চলাকালে ছাত্র-জনতার উপর গুলিবর্ষণকারী নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা মীর বনি আমীনসহ তার সহযোগীরা মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নের বানিয়াখালী গ্রামে তার আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে রয়েছে এমন সংবাদ আসে পুলিশের কাছে। বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে মোরেলগঞ্জ থানা পুলিশ সেখানে অভিযান চারায়।

এসময়ে বনি আমীন ও তার সহযোগীরা ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে পুলিশের উপর হামলা করলে থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান, এএসআই রবিউল ইসলম ও পুলিশ কনস্টেবল মো. শাহীন খানসহ ৩ জন আহত হন। এই হামলার মধ্যেও অন্যরা পালিয়ে গেলেও পুলিশ বনি আমীনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। আহত দুই পুলিশ কর্মকতাসহ তিনজনকে বুধবার রাত দেড়টার দিকে মোরেলগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে পুলিশের কাজে বাঁধা, মারপিট করে পুলিশ সদস্যদের আহতের ঘটনায় গ্রেফতার বনি আমীনসহ তার সহযোগীদের নামে মোরেলগঞ্জ থানার এসআই রাম উত্তম রায় বাদি হয়ে মামলা দায়ের করেছেন। গ্রেফতার বনি আমীনকে বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট আদালতে সোপর্দ করলে বিচারক তাকে করাগারে প্রেরণের নির্দেশ দেন।

(এসএসএ/এএস/ডিসেম্বর ২৬, ২০২৪)