বীর মুক্তিযোদ্ধা কানুকে লাঞ্ছিতের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন
গোপালগঞ্জ প্রতিনিধি : কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা বীরপ্রতীক আব্দুল হাই কানুকে লাঞ্চিত করার প্রতিবাদে গোপালগঞ্জের কোটালীপাড়ায় মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। এসময় দোষীদের শাস্তির দাবিতে স্মারকলিপি দেয়া হয়। কোটালীপাড়া মুক্তিযোদ্ধা সংসদ এ কর্মসূচী পালন করে।
বৃহস্পতিবার দুপুর ১২টায় কোটালীপাড়া উপজেলা শহীদ মিনারের সামনে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে মুক্তিযোদ্ধারা। এ মানববন্ধন কর্মসূচীতে মুক্তিযোদ্ধা ও সাধারন মানুষ অংশ নেন।
মানববন্ধন শেষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি পেশ করা হয়। মানববন্ধন চলাকালে মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান শেখ, আতিয়ার রহমান, হরলাল বিশ্বাসসহ অনেকে বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, মুক্তিযোদ্ধা বীরপ্রতীক আব্দুল হাই কানুকে লাঞ্চিত করা মানে মুক্তিযুদ্ধের উপর আঘাত করা। এতে সকল মুক্তিযোদ্ধাকে অপমান করা হয়েছে।দ্রুত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার ও দাবী জানান তারা।
(এমএস/এএস/ডিসেম্বর ২৬, ২০২৪)