স্পোর্টস ডেস্ক : রান খরায় ভুগছেন আবদুল্লাহ শফিক। ওয়ানডেতে তিন ম্যাচে শূন্যের রেকর্ড গড়ে এবার টেস্ট দলে জায়গা হারিয়েছেন তিনি।

তার বদলে দলে ফিরেছেন বাবর আজম। সেঞ্চুরিয়ন টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়বেন তিনি।

আজ শুরু হচ্ছে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বক্সিং ডে টেস্ট। এই ম্যাচের জন্য বিশেষজ্ঞ কোনো স্পিনার রাখেনি পাকিস্তান। চার পেসার নিয়ে নামবে মাঠে। এছাড়া দুই টেস্ট পর একাদশে ফিরেছেন বাবর আজম। যদিও গত ম্যাচগুলোতে রান খরায় ভুগছেন তিনি। সবশেষ ১৮ ইনিংসে কোনো ফিফটি নেই এই ব্যাটারের। ২০২২ সালে ডিসেম্বরে সবশেষ পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলেন। তবুও তার ওপর আস্থা হারায়নি পাকিস্তান।

এদিকে ওয়ানডেতে প্রোটিয়াদের বিরুদ্ধে টানা তিন ম্যাচে শূন্য রান করা শফিক টেস্টেও নেই ছন্দে। ২০২৪ সালে ১২ ইনিংস খেলা এই ব্যাটারের গড় স্রেফ ১৫। বাদ পড়া এই ব্যাটারের বদলে সাইম আইয়ুবের সঙ্গী হবেন এখন শান মাসুদ।

সেঞ্চুরিয়ন টেস্টের পাকিস্তান একাদশ: শান মাসুদ (অধিনায়ক), সাইম আইয়ুব, বাবর আজম, কামরান গুলাম, মোহাম্মদ রিজওয়ান, সাউদ শাকিল, সালমান আলি আগা, আমের জামাল, নাসিম শাহ, খুররাম শাহজাদ, মোহাম্মদ আব্বাস।

(ওএস/এএস/ডিসেম্বর ২৬, ২০২৪)