দীপক চন্দ্র পাল, ধামরাই : পুলিশ বুধবার সকালে ১০ দিনের রিমান্ড প্রার্থনা করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে মেয়র কবীরকে। ঢাকার ধামরাই প্রথম শ্রেণীর সাবেক পৌর সভার মেয়র ও ধামরাই উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম কবীরকে ঢাকার বসুন্ধরা এলাকা থেকে ২৪ ডিসেম্বর দুপুরে র‌্যাব ওয়ান গ্রেফতার করেছে। সন্ধ্যায় মেয়র কবীরকে ধামরাই থানায় সোর্পদ করা হয়েছে।

ধামরাইয়ের মেয়র ও ধামরাই আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম কবীরের বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় গুলিতে নিহত সাদ ও ধামরাইয়ে আন্দোলন চলাকালে গুলিতে কয়েক জন আহত হবার ঘটনায় দুইটি মামলার আসামী বলে জানান ধামরাই থানার অফির্সাস ইনচার্জ মোঃ মনিরুর ইসলাম।

তিনি বলেন ২৫ ডিসেম্বর সকালে ১০ দিনের রিমান্ড প্রার্থনা করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে কবীরকে।

(ডিসিপি/এএস/ডিসেম্বর ২৫, ২০২৪)