চাটমোহর প্রতিনিধি : বড়াল নদের দখল ও দূষণের প্রতিবাদে ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে বড়াল রক্ষা আন্দোলন কমিটির আয়োজনে “বিক্ষত বড়ালের বয়ান” প্রদর্শিত হয়েছে গীতিনাট্য।

অবক্ষয়িত বড়ালকে বাঁচাতে গণসচেতনা সৃষ্টির লক্ষে গীতিনাট্য প্রদর্শনের আয়োজন করেছে বড়াল রক্ষা আন্দোলন কমিটি। বড়াল নদের পাড়ে পৃথক ৪টি স্থানে এই গীতিনাট্য প্রদর্শন শুরু হয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় চাটমোহর পৌর সদরের নতুন বাজার জারদিস মোড়ে এবং রোববার (২১ ডিসেম্বর) বড়াল পাড়ের বোঁথর খেয়াঘাট চত্বরে দ্বিতীয় দিনের মতো প্রদর্শিত হয়েছে গীতিনাট্য। এসময় বড়াল নদ নিয়ে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন বড়াল রক্ষা আন্দোলনের আহবায়ক সাপ্তাহিক চাটমোহর বার্তা সম্পাদক এস এম হাবিবুর রহমান। বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা)’র যুগ্ন সম্পাদক এবং বড়াল রক্ষা আন্দোলন কমিটির সদস্য সচিব এস এম মিজানুর রহমানের অনুষ্ঠানটি পরিচালনায় বক্তব্য দেন, সাংবাদিক কে এম বেলাল হোসেন স্বপন, সুজা উদ্দিন বিশ্বাস প্রমূখ।

বড়াল আন্দোলনের নেতৃবৃন্দ বড়াল নদী রক্ষার নানা দিক কর্মসূচী ঘোষণা করেন এবং আগামীতে বড়াল রক্ষার সকল আন্দোলনে সর্বস্তরের মানুষকে আহবান জানান আন্দোলনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে দর্শক গীতিনাট্য “বিক্ষত বড়ালের বয়ান” প্রদর্শিত উপভোগ করেন।

আগামী ২৫ ডিসেম্বর সন্ধ্যায় রামনগর ঘাট এবং ২৭ ডিসেম্বর সন্ধ্যায় ধুলাউড়ি বটতলায় ‘বিক্ষত বড়ালের বয়ান’ গীতিনাট্য প্রদর্শিত হবে। বড়াল রক্ষা আন্দোলন কমিটির পক্ষ থেকে সকলকে গীতিনাট্যটি দেখার জন্য আহবান জানানো হয়েছে।

(এসএইচ/এসপি/ডিসেম্বর ২৩, ২০২৪)