বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরার আঠারোখাদা ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে গাংনালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত সমাবেশে প্রধান বক্তা ছিলেন খুলনা বিভাগ কৃষক দল সহ সাংগঠনিক সম্পাদক ও মাগুরা জেলা কৃষক দল আহবায়ক মো. রুবাইয়াত হোসেন খান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক মো.আলমগীর হোসেন।সমাবেশে সভাপতিত্ব করেন ওয়াদুদ বিশ্বাস, আঠারোখাদা ইউনিয়ন কৃষক দল মাগুরা।

সমাবেশের উদ্বোধক ছিলেন, কৃষক দল কেন্দ্রীয় সহ মহিলা বিষয়ক সম্পাদক এ্যাডঃ রুমা পারভীন।বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষক দল সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলম হীরা, মাগুরা সদর থানা কৃষক দল আহবায়ক এহসানুল হক পলাশ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সদর উপজেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন কুতুব, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক আরমান মোল্লা, মহিলা দলের এক নম্বর সম্পাদিকা সাবিনা ইয়াসমিন মেরি, সাবেক জেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হাসান লিটন প্রমূখ।

এসময় আরো উপস্থিত ছিলেন আঠারোখাদা ইউনিয়ন কৃষক দল ও জাতীয়তাবাদী দল বিএনপি'র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে এই আয়োজন করা হয়।

(বিএস/এসপি/ডিসেম্বর ২৩, ২০২৪)