রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে এমএ রশিদ বেসরকারি হাসপাতাল ও জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে হামলা-ভাঙচুর মামলার প্রধান আসামি এম শুভ পাঠানসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। হামলা ও ভাংচুরের ঘটনায় গত ৩০ নভেম্বর পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

রবিবার (২২ ডিসেম্বর) রাতে জেলা গোয়েন্দা পুলিশের ওসি নাজমুস সাকিবের নেতৃত্বে রাজধানী ঢাকার গুলশানের একটি হোটেল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- এম শুভ পাঠান, রিপন হোসেন হৃদয়, মাসুম মিয়া, রাজু ও ঝোটন মিয়া। গ্রেপ্তারকৃত আসামিরা জামালপুর শহরের বাসিন্দা।

আজ সোমবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম এ তথ্য জানান।

তিনি আরও জানান, আসামিরা গত ২৮ নভেম্বর রাতে শহরের সর্দারপাড়ায় বেসরকারি এমএ রশিদ হাসপাতাল ও জেলা বিএনপির কার্যালয়ে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় ও ভাংচুর করে। এ ঘটনায় ৩০ নভেম্বর পৃথক দুটি মামলা হয়। মামলার পর থেকে তদন্ত শুরু করে জেলা গোয়েন্দা পুলিশ। রবিবার রাতে অভিযান চালিয়ে ঢাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, তারা যেসব অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে সেসব অস্ত্র উদ্ধার করা যায়নি। আসামিরা বলেছে, সেসব খেলনা পিস্তল ছিল। অস্ত্র উদ্ধারের জন্য আসামিদের বিরুদ্ধে আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ (পদোন্নতিপ্রাপ্ত এসপি) মাসুদ আনোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রানা, ডিআইও-১ মোহাম্মদ রাশেদল হাসান, ডিআইও-২ শফিকুল ইসলাম সম্রাট প্রমুখ উপস্থিত ছিলেন।

(আরআর/এসপি/ডিসেম্বর ২৩, ২০২৪)