আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : বীর মুক্তিযোদ্ধা ব্যবসায়ী স্বামীর মৃত্যুর খবর শুনে শোকে মুহ্যমান হয়ে মৃত্যু হয়েছে তার অবসরপ্রাপ্ত শিক্ষিকা স্ত্রী’র। হৃদয় বিদায়ক এই ঘটনা ঘটেছে বরিশালের আগৈলঝাড়া উপজেলায়।

জানা গেছে, উপজেলা গৈলা ইউনিয়নের পূর্বসুজনকাঠী গ্রামের মাজেদ সরদারের ছেলে সদর বাজারের কাপড় ব্যবসায়ী, বীর মুক্তিযোদ্ধা সামচুল হক সরদার (৭৫) দীর্ঘদিন অসুস্থ থেকে সোমবার সকাল সাড়ে সাতটায় নিজ বাড়িতে মারা যান।

স্বামীর মৃত্যুর খ্র শুনে তার স্ত্রী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা আনোয়ারা বেগম (৬৫) চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেলে পরিবারের স্বজনেরা আনোয়ারাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানের কর্তব্য চিকিৎসক আনোয়ারাকে মৃত ঘোষণা করেন।

ওই দম্পত্তির তিন ছেলে, এক মেয়েসহ বহু আত্মীয় স্বজন রয়েছে। বীর মুক্তিযোদ্ধা সামচুল হক সরদারকে রাষ্ট্রীয় মর্যাদা শেষে সোমবার বাদ আছর মৃত দম্পত্তিকে তাদের পারিবারিক কবর স্থানে পাশাপাশি কবরে দাফন করা হয়েছে। স্বামী ও স্ত্রীর হৃদয়বিদায়ক মৃত্যুতে ওই এলাকার সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে।

(টিবি/এসপি/ডিসেম্বর ২৩, ২০২৪)