স্টাফ রিপোর্টার : মুক্তিযুদ্ধের চেতনায় লড়াই-সংগ্রামে আওয়ামী যুবলীগের এক দুঃসাহসী কর্মী আরিফুল ইসলাম আরিফ। রাজনৈতিক কর্মকান্ডে সক্রিয় থাকার কারনে অনেকবার সন্ত্রাসী ও অপশক্তি দ্বারা আক্রান্ত হয়েছেন। ফরিদপুর জেলার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের শ্যামসুন্দরপুর এলাকার বাসিন্দা জেলা যুবলীগের নির্বাহী সদস্য মোঃ আরিফুল ইসলাম জীবন শঙ্কায় ফেরারী রয়েছেন। দেশের বর্তমান উত্তপ্ত রাজনৈতিক মেরুকরণে তাকে পাওয়া গেলে হত্যা করা হতে পারে- এমন আশঙ্কায় রয়েছে তার পরিবার। সে কোথায় আছে, কেমন আছে? তা তারা জানে না। অসংখ্য মিথ্যে মামলা রুজু হয়েছে তার নামে। দফায়, দফায় পুলিশ তার বাড়ীসহ বিভিন্ন স্থানে হানা দিচ্ছে। এমন অবস্থায় পুরো ফরিদপুর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীহীন হয়ে পড়েছে। মূল রাজনৈতিক নেতৃবৃন্দসহ অসংখ্য যুবলীগের নেতৃবৃন্দ কোথায় রয়েছেন, কোথায় গেছেন কেউ জানে না। নিখোঁজ এইসব রাজনৈতিক ফেরারী নেতাদের অনেকের পরিবারের উপর মানসিক ও রাজনৈতিক অত্যাচার অব্যাহত রয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা যায়। 

বিদ্যমান এই অস্থিতিশীল পরিবেশে দেশে অবস্থান করার মতো কোন অবস্থা নেই। দেশের বিভিন্ন স্থানে অনেক নেতাকর্মী গুপ্ত হত্যার শিকার হচ্ছে। কাউকে এই মুহুর্তে খুঁজে পাওয়া গেলেও পরবর্তীতে কীভাবে তাদের মৃতদেহ খাল, বিল, নদীতে ভেসে উঠছে সেই সত্যতা ক্ষেত্রসমূহ উৎক্ষাপন করার মতো দুঃসাহস কেউ দেখাচ্ছে না। কারণ এই মুহুর্তে জয় বাংলা, বঙ্গবন্ধু, শেখ হাসিনা’র নাম পর্যন্ত কেউ নিলে তার উপর নেমে আসছে অমানসিক নির্যাতন। বিভিন্ন মিডিয়ায় বর্তমান প্রেক্ষাপটে বেশকিছু নেতাদের উক্তি বড় ভয়াবহ, আওয়ামী যুবলীগের যারা গুপ্তভাবে বিভিন্ন স্থানে রয়েছেন তাদেরকে খুঁজে বের করে আমরাই বিচার করবো। এমন ভয়ানক হুমকির মর্মবাণীতে কেবল রাজনৈতিক নেতাকর্মী নয়, দলীয় সাধারণ সমর্থকরাও নানা ভয়ে বিভিন্ন স্থানে জীবন বাঁচাতে পালিয়ে বেড়াচ্ছেন। জাহাঙ্গীর নগর বিশ্বিবিদ্যালয়, ঢাকা বিশ্বিবিদ্যালয়, খুলনা, কুমিল্লাসহ বিভিন্ন বিভাগীয় জেলাগুলোতে ছাত্রলীগের অনেক নেতাকর্মীকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করার নির্মম, অমানবিক ঘটনাপ্রবাহ মিডিয়ার মাধ্যমে বিশ্বব্যাপী নিন্দিত হয়েছে। বর্তমান সময় ও কাল সাধারণ মানুষ ভয় ও জীবন হারাবার শঙ্কায় থমথমে অবস্থায় রয়েছে। সেই নির্মম-নিষ্ঠুর বাস্তবতায় জীবন শঙ্কায় ফেরারী হওয়া ছাড়া আর কী করতে পারেন ফরিদপুরের তুখোড় যুবলীগ নেতা আরিফুল ইসলাম আরিফ।

(পিএস/এসপি/ডিসেম্বর ২৩, ২০২৪)