ফরিদপুরে ডিবি পুলিশের অভিযানে ২ কেজি গাঁজা উদ্ধার, আটক ১
রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুর জেলার ডিবি পুলিশের অভিযানে দুই কেজি গাঁজাসহ মো. মুকুল মন্ডল ওরফে রবি (৪৫) নামের একজনকে আটক করা হয়েছে। ফরিদপুর কোতয়ালী থানার গোয়ালচামট ০১ নং সড়ক সাকিনস্থ বাইতুন নাজাত জামে মসজিদের সামনে পাকা রাস্তার ওপর তাকে আটক করা হয়।
সোমবার (২৩ ডিসেম্বর) ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এণ্ড অবস) শৈলেন চাকমা গণমাধ্যমকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
শৈলেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা অনুমানিক ৫ টা ২০ মিনিটের দিকে ফরিদপুর ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মোতাহার আলীর নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস টিম কোতয়ালী থানার গোয়ালচামট ০১ নং সড়ক সাকিনে অভিযান পরিচালনা করে তল্লাশি চালায়।
এসময় মো. মুকুল মন্ডল রবি (৪৫) এর কাছে থাকা ব্যাগের মধ্যে রক্ষিত সাদা পলিথিনের ভিতর থেকে কসটেপ দিয়ে মোড়ানো ০২ (দুই) কেজি গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। আটককৃত মো. মুকুল মন্ডল রবি কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার মুসলিমনগর গ্রামের মৃত কাশেম মন্ডল এর ছেলে বলে জানা গেছে। এ ঘটনায় আটককৃত রবি'র বিরুদ্ধে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় কোতয়ালী থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে বলেও জানান শৈলেন চাকমা।
(আরআর/এএস/ডিসেম্বর ২৩, ২০২৪)