নড়াইল প্রতিনিধি : মাদক ব্যবসায়ের সাথে জড়িত থাকার অভিযোগে লাখি বেগম (২৮) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ।

গ্রেফতারকৃত লাখি বেগম (২৮) লোহাগড়া থানার পূর্ব চরকালনা এস এম অহিদুজ্জামানের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২২ ডিসেম্বর) দুপুরের দিকে লোহাগড়া থানার এসআই মো : জাকির হোসেন ও এএসআই রেশমা খাতুনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার লোহাগড়া ইউনিয়নের পূর্ব চর কালনা গ্রামে অভিযান চালিয়ে নিজ বসতবাড়ি হতে তাকে আটক করে।

এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ৫৩ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ বিষয়ে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

(আরএম/এএস/ডিসেম্বর ২২, ২০২৪)