ফরিদপুরে শীতকালীন সাহিত্য উৎসব ও 'পল্লীকবি জসীম উদদীন পদক' প্রদান অনুষ্ঠান
শেখ ফয়েজ আহমেদ, বিশেষ প্রতিনিধি : উদ্যোক্তা কবি, লেখক ও সংগঠক মুহম্মদ শামসুল হক বাবু’র নেতৃত্বে এবং সংগঠনের সভাপতি কবি ও শিক্ষাবিদ জাকিয়া সুলতানা শিল্পীর উদ্যোগে ফরিদপুর সাহিত্য ও সাংস্কৃতিক গবেষণা কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল ‘শীতকালীন সাহিত্য উৎসব এবং 'পল্লীকবি জসীম উদদীন পদক' প্রদান অনুষ্ঠান।
১ জানুয়ারি ২০২৫ পল্লীকবি জসীম উদদীন’র ১২২তম জন্মদিবস-কে সামনে রেখে ফরিদপুরের অম্বিকাপুরে কবির পৈতৃক ভিটায় শতাধিক কবি-লেখক ও সংগঠককে 'পল্লীকবি জসীম উদদীন পদক ও অতিথি সম্মাননা প্রদান করা হয়।
সংগঠনের সভাপতি কবি জাকিয়া সুলতানা শিল্পীর সভাপতিত্বে ২১ ডিসেম্বর সকাল ১০টায় ফরিদপুরের অম্বিকাপুরে 'কুমার নদে'র তীরে কবিবাড়ি সংলগ্ন পল্লীকবি জসীম উদদীন জাদুঘরে অনুষ্ঠান শুরু হয়। সারাদিন ধরে চলে আলোচনা, কবিতা পাঠ ও পদক-প্রদান অনুষ্ঠান।
অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ ও ভারতে প্রকাশিত চারশতাধিক বইয়ের লেখক ও বাংলাদেশ লেখক পরিষদের সভাপতি সৈয়দ মাজহারুল পারভেজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান।
প্রধান আলোচক ছিলেন কবি, সাংবাদিক ও সংগঠক সালেম সুলেরী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক, সাহিত্যিক প্রফেসর আলতাফ হোসেন, লেখক ও সিনিয়র সাংবাদিক মফিজ ইমাম মিলন, কবিপুত্র খুরশীদ আনোয়ার জসীম উদদীন, কবি ও গর্বিত মুক্তিযোদ্ধা আখম সিরাজুল ইসলাম, কবি ও সংগঠক আবু জাফর দিলু, পশ্চিমবঙ্গের লেখক-গবেষক মলয়চন্দন, অধ্যাপক রোকেয়া বেগম, বাংলা একাডেমি কর্মকর্তা মনিরুজ্জামান রোহান, ধূমকেতু নজরুল চর্চা সংগঠন এর সভাপতি শেষ ফয়েজ আহমেদসহ আরো অনেকে। ঢাকা, কানাডা, কলকাতা ও দেশের বিভিন্ন স্থান থেকে দুশো'রও বেশি কবি, লেখক ও সংগঠক অনুষ্ঠানে অংশগ্রহণ করে।
আয়োজনের মূল উদ্যোক্তা কবি মুহম্মদ শামসুল হক বাবু, সংগঠনের সভাপতি কবি জাকিয়া সুলতানা শিল্পী ছাড়াও এই আয়োজনের নেপথ্যে ছিলেন দেওয়ান মুকুল, তাজ, লায়ন মাহফুজ-সহ পুরো টিম।
(এসএফ/এসপি/ডিসেম্বর ২২, ২০২৪)