চাটমোহরে অতিরিক্ত মূল্যে সার বিক্রির অভিযোগ
চাটমোহর প্রতিনিধি : পাবনার চাটমোহরের কিছু রাসায়নিক সারের ডিলার সরকার কর্তৃক নির্ধারিত মূল্যের চাইতে অতিরিক্ত মূল্যে সার বিক্রি করছেন কৃষকের নিকট। ডিলাররা কৃষকের নিকট বেশি দামে সার বিক্রি করলেও রশিদ বইয়ে লিখছেন সরকার নির্ধারিত মূল্য। যে কৃষক সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত টাকা দিতে অপারগতা প্রকাশ করছেন তাদের নিকট সার বিক্রি করছেন না ডিলাররা এমন অভিযোগ করেন ভূক্তভোগী কৃষক।
আজ রবিবার উপজেলার মূলগ্রাম ইউনিয়নের রেল বাজারের(অমৃতকুন্ডা) বিশিষ্ট ব্যবসায়ী ও রাসায়নিক সারের ডিলার আব্দুল কুদ্দুস সরকারের ব্যবসা প্রতিষ্ঠানেও ঘটেছে এমন ঘটনা।
জানা যায়, উপজেলার মুলগ্রাম ইউনিয়নের মাঝগ্রামের ভূক্তভোগী কৃষক শহিদুল ইসলাম নামক জানান, রোববার সকালে আমি এক বস্তা ইউরিয়া সার ও এক বস্তা ডিএপি সার কিনতে ডিলার কুদ্দুস সরকারের রেল বাজারের ব্যবসা প্রতিষ্ঠানে যাই। এক বস্তা ডিএপি সারের সরকার নির্ধারিত দাম ১০৫০ টাকা হলেও ডিলারের ম্যানেজার এক বস্তা ডিএপি সারের দাম চান ১৪৮০ টাকা। এক বস্তা ইউরিয়া সারের সরকার নির্ধারিত দাম ১৩৫০ টাকা হলেও তিনি দাম চান ১৪০০ টাকা। আমি অতিরিক্ত টাকা দিতে না চাইলে এ নিয়ে বাক বিতন্ডা হয়। অবশেষে বাধ্য হয়ে আমি ১৪৮০ টাকা দিয়ে এক বস্তা ডিএপি সার কিনলেও আমাকে রশীদ দেয়নি। সকল কৃষকের নিকট থেকেই একই ভাবে অতিরিক্ত টাকা নিচ্ছেন বলে জানান এই কৃষক।
এ ব্যাপারে রোববার বিকেলে ডিলার আব্দুল কুদ্দুস সরকার জানান, আমি দোকানে নেই। আমার বড় ছেলে দোকান পরিচালনা করে। বেশি দামে সার বিক্রি হচ্ছে কি না আমার জানা নেই।
উপজেলা কৃষি কর্মকর্তা জসিম উদ্দিন জানান, কোন ডিলার সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ব্যাপারে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী জানান, ডিলারদের সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি করতে বলা হয়েছে। কোন ডিলার অতিরিক্ত মূল্যে সার বিক্রি করলে তার বা তাদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।
(এসএইাচ/এসপি/ডিসেম্বর ২২, ২০২৪)