টাঙ্গাইল পৌরসভার অবসরপ্রাপ্ত ১৭ কর্মচারির মাঝে সোয়া ১ কোটি টাকার চেক বিতরণ
স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল : টাঙ্গাইল পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মচারীদের ল্যাম্পগ্রান্ড ও আনুতোষিকের এক কোটি ২৫ লক্ষ ৩০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। আজ রবিবার বিকেলে পৌর মিলনায়তনে চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পৌরসভার প্রশাসক (উপ সচিব) মো. সিহাব রায়হানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. জাকির হোসেন, পৌরসভার নির্বাহী কর্মকর্তা শাহনেওয়াজ পারভীন, ডেইলি স্টারের টাঙ্গাইল প্রতিনিধি শাকিল আহমেদ প্রমুখ।
চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত কর্মচারী চেক গ্রহীতা মো. মোতালেব হোসেন, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক সাহাদাত হোসেন।
বক্তরা বলেন, আমরা যারা টাঙ্গাইল পৌরসভায় দীর্ঘদিন বিভিন্ন দায়িত্ব পালন করেছি তারাই চাকুরী শেষে আনুতোষিকের টাকার জন্য অনেক ঘুরতে হতো। অনেক সময় উৎকোচ হিসেবে ঘুষ দিতে হয়েছে। তারপরও টাকা পাই নাই। আমাদের সুযোগ্য প্রশাসক আমাদেরকে ডেকে এনে হাতে চেক তুলে দেয়ায় তার প্রতি আমরা কৃতজ্ঞ।
পৌরসভা সূত্রে জানা যায়, দীর্ঘদিন পর ২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত মোট ১৭ জন অবসরপ্রাপ্ত কর্মচারীদের ল্যাম্পগ্রান্ড ও আনুতোষিকের এক কোটি ২৫ লক্ষ ৩০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
(এসএম/এসপি/ডিসেম্বর ২২, ২০২৪)