সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : সুবিধা বঞ্চিত শিশুদের সৃজনশীলতা বৃদ্ধির লক্ষ্যে অত্যন্ত গ্রামের শিক্ষার্থীদের নিয়ে অনুাষ্ঠত হয়েছে বিজ্ঞান মেলা।

আজ রবিবার সকালে শিক্ষার্থীদের নিয়ে বর্ণাঢ্য র‌্যাালী শেষে রামপাল উপজেলার ফয়লাহাট কামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই মেলায় উদ্বোধন করেন বাগেরহাট জেলা শিক্ষা কর্মকর্তা এস এম ছায়েদুর রহমান।

উদ্বোধনের পর সৈয়দ মাহবুবুর রহমানের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, হাসিবুর রহমান, সাকির অনুষ্ঠানে হোসেন, আদীবা সুলতানা, টেকনিক্যাল অফিসার রাফি আহম্মেদ, শিক্ষক শরিকুল ইসলাম, এস এম তানভির হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, প্রত্যন্ত গ্রামের কোমলমতি শিশুদের সুযোগ দিলে তারা অনেক কিছু করে দেখাতে পারে। আজ এতোকিছু উপস্থাপন করে দেখিয়ে দিয়েছে তারাও পারে। তাদের মধ্যে ঘুমিয়ে থাকা স্বপ্নকে জাগিয়ে দিতে পারলে, তারা দেশের এক এক জন সেরা বিজ্ঞানী হতে পারে।

পরে সুবিধা বঞ্চিত শিশুদের অংশ গ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে অংশ গ্রহনকারীতের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোডেকের আয়োজনে বিজ্ঞান মেলায় শিক্ষার্থীরা তাদের উদ্ভাবন সামগ্রী দিয়ে ৬টি স্টল উপস্থাপন করে।

(এস/এসপি/ডিসেম্বর ২২, ২০২৪)