চপল রায়, ভোলা : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেছেন, আমি যতদিন জীবিত থাকবো সাধারণ মানুষের ওপর কোনোভাবে অত্যাচার হতে দিবো না। 

আজ রবিবার সকালে তজুমদ্দিন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের সাথে আয়োজিত জনসভায় তিনি একথা বলেন।

তিনি আরও বলেন আওয়ামী লীগ বিগত বছরগুলোতে অত্যাচার ও লুটপাটের কারণে শোচনীয় ভাবে পালাতে হয়েছে এর থেকে শিক্ষা নিয়ে আমাদের সচেতন হতে হবে। আমি ছয়বার এমপি নির্বাচিত হয়েছি, দুই বার মন্ত্রী ছিলাম সাধারণ মানুষের অধিকার বিঘ্নিত হলে আমি রুখে দাঁড়াবো।

সভা শেষে তিনি উপজেলা বিএনপির সদ্য সাবেক যুগ্ম আহবায়ক আলমগীর খোকন মিয়ার কবর জিয়ারত করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক গোলাম মোস্তফা মিন্টু, সদস্য সচিব ওমর আসাদ রিন্টু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, যুগ্ম আহবায়ক জাকির হোসেন হাওলাদার সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

(একে/এসপি/ডিসেম্বর ২২, ২০২৪)