এস এ সাদিক, মেহেরপুর : শীতের উচ্ছ্বাস ছড়িয়ে পড়ুক উৎসনের  উদ্যমে এর প্রতিপাদ্য সামনে রেখে মেহেরপুর ভাবনা সংগঠনের এই শীত উচ্ছ্বাস।

গতকাল শনিবার সকালে মেহেরপুরের মুজিবনগর উপজেলায় মেহেরপুর ভাবনা সংগঠনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শীত উচ্ছ্বাসের আয়োজন করা হয়।

মেহেরপুরের মুজিবনগর উপজেলায় এতিম ও দরিদ্র পরিবারের শিশু সহ বয়স্কদের মাঝে শীতের কাপড় দেয় সংগঠনটি। মেহেরপুর ভাবনা সংগঠনের সদস্যদের নিজেদের জমানো টাকা একত্রে করে এসব শিশু ও বয়স্কদের মাঝে শীতের কাপড় দেওয়ার মাধ্যমে শীত উচ্ছ্বাস নামে কর্মসূচি পালন করেছে সংগঠনটি। মেহেরপুরের মুজিবনগরের বিভিন্ন প্রান্ত থেকে ১০০ জন শিশু সহ ২০০ জনকে এই শীতের কাপড় দিয়েছে সংগঠনটি।

মেহেরপুর ভাবনার প্রধান সমন্বয়কারী রাতুল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের মুজিবনগর উপজেলার নির্বাহী অফিসার খায়রুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. তারেক আহমেদ ও মেহেরপুরের মুজিবনগর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান এবং মেহেরপুর ভাবনার উপদেষ্টা গোপালনগর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম প্রমুখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন মেহেরপুর ভাবনা সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক শাওন শেখ, ভাবনা সংগঠনের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, ভাবনা সংগঠনের সহ সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ, ভাবনা সংগঠনের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সাদাত আস সামি সহ মাহমুদুল হাসান সিয়াম, কুহেলি খাতুন , বাসেরা রহমান, উদোয়, তুষার, নাঈমুল, রলিপ সহ ভাবনার অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মেহেরপুরের মুজিবনগর উপজেলার নির্বাহী অফিসার খায়রুল ইসলাম বলেন পিঠা উৎসবের মাধ্যমে শীতের আমেজ ধরে রাখার জন্য গ্রাম বাংলার যে ঐতিহ্য মেহেরপুর ভাবনা সংগঠনটি সেটা করে দেখিয়েছে। এছাড়াও অসহায় সুবিধা বঞ্চিত মানুষ যারা শীত নিবারণ করার জন্য যাদের কোন পোশাক নেই তাদের পাশে দাঁড়িয়ে আছে মেহেরপুর ভাবনা সংগঠনটি।

মেহেরপুর ভাবনার প্রধান সমন্বয়কারী রাতুল আহমেদ বলেন মেহেরপুরের মুজিবনগরের বিভিন্ন প্রান্ত থেকে ১০০ জন শিশু সহ ২০০ জনকে এই শীতের শীত নিবারণ করার জন্য কাপড় ও চাদর দিচ্ছি। এবং এই পিঠা উৎসবের মাধ্যমে নতুন বার্তা দিচ্ছে যে মানবিক কাজ এই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে এই মানবিক কাজই পারে নতুন বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে।

এ সময় এই অনুষ্ঠানের সঞ্চালনা করেন মেহেরপুর ভাবনা সংগঠনের সাধারণ সম্পাদক শাকিল আহমেদ।

(এসএএস/এসপি/ডিসেম্বর ২২, ২০২৪)