রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুর তীব্র শীত ও ঘন কুয়াশায় স্থানীয়দের স্বাভাবিক জীবনযাত্রা বিঘ্নিত হচ্ছে।

রবিবার সকাল পৌনে ৯ টার দিকে ফরিদপুর সদরের কানাইপুর থেকে যখন নিউজের প্রয়োজনে উপরোক্ত ছবিটি তোলা হয় তখনও সূর্যের মুখ দেখা যায়নি সেখানে। এর আগে সকাল ৮ টার পর ফরিদপুর সদরের কয়েকটি গ্রামের বিভিন্ন রাস্তা ও মাঠ ঘুরে দেখা যায়, মানুষের আনাগোনা খুবই কম।

এমন তীব্র শীত কুয়াশায় সব থেকে বেশি ভূগছেন ফরিদপুরের খেটে খাওয়া মানুষ, শিশু ও বয়স্করা। বিশেষ করে যারা সকাল থেকে মাঠে কাজ করেন এবং ভ্যান রিক্সা চালান সেই সব 'দিন আনে দিন খায়' টাইপ মানুষগুলোর কষ্ট অনেক বেশি হচ্ছে। তাদের অনেকের আবার এই শীত সামাল দেওয়ার মতো নেই প্রয়োজীয় শীতের কাপড়।

এদিকে, এই শীতে শিশু ও বয়স্কদের ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. সাজেদা বেগম (পলিন)।

(আরআর/এএস/ডিসেম্বর ২২, ২০২৪)