শাহ জামাল উদ্দিন

আমি যখন থাকি তখন থাক না তুমি কাছে
ভালোলাগে না একাকি নির্জনে ।

তুমি চলে গেছ দুরে বিষন্নতার চাদর মুড়ি দিয়ে
অনন্ত রাত কাটাই
এই মধ্য নভেম্বরে- এইখানে ।

কি করে মিথ্যে বলা যায় যদি জানতাম
তা হলে তোমাকে না বলে
কুয়াশা ভেদ করে ভাসমান পাখিদের সাথে
রাত কাটাতাম।

পুরনো চিঠির ভাঁজ খুলে
পাই না তোমাকে
এড়াতে পারি না এই দুঃখকে ।

আধারাতে রহস্যজনকভাবে এখানে
কামনার রঙিন পাখি আসে
থাকো না তুমি কাছে সেই সব গোপন রাতে ।

আমি যখন থাকি তখন থাক না তুমি কাছে
ভালোলাগে না একাকি নির্জনে ।