আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : বরিশালের গৌরনদীতে শীতার্ত দেড়শ’ অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

’৫২ ভাষা আন্দোলনের সর্বদলীয় রাষ্ট্র ভাষা সংগ্রাম পরিষদের আহবায়ক ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার সকালে উপজেলার নীলখোলা আছিয়া চ্যারিটেবল ক্লিনিকে কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও পৌর নাগরিক কমিটির সভাপতি জহুরুল ইসলাম জহির।

বক্তব্য রাখেন গৌরনদী প্রেসক্লাব ও উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিয়া, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির উপজেলা শাখার সাধারণ সম্পাদক মণিষ চন্দ্র বিশ্বাস, রিপোর্টার্স ইউনিটির সভাপতি এইচএম খায়রুল ইসলাম, আনন্দ টিভির বরিশাল ব্যুরো প্রধান কাজী আল-আমিন, রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি পলাশ তালুকদারসহ অন্যান্যরা।

(টিবি/এএস/ডিসেম্বর ২১, ২০২৪)