মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালী সুবর্ণচর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শহীদ জয়নাল আবেদিন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর ফূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী পালনের লক্ষে জরুরী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ৮ টায় শহীদ জয়নাল আবেদিন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় অফিস কক্ষে পরামর্শ সভার আয়োজন করা হয়।

সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব ডাক্তার আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সুবর্ণচর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট এবিএম জাকারিয়া, সুবর্ণচর উপজেলা সমিতি চট্রগ্রাম সভাপতি, পিবিআই চট্রগ্রাম জেলার সহকারি পুলিশ সুপার আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক, বিশিষ্ঠ সমাজ সেবক ও শিক্ষানুরাগী ছায়েদুল হক ভূঁইয়া, রফিক উল্যাহ, দক্ষিন চরজব্বর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিন, সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির সদস্য আবু্ল বাসার সোহাগ, আকবর আলী, মহি উদ্দিন, নিজাম উদ্দিন ফারুক, শিমুল চন্দ্র দাস, আব্দু্ল মালেক, আবুল কাশেম, মোঃ মাসুদ, জহির জহির উদ্দিন তুহিন, মনির উদ্দিন, সাংবাদিক মোঃ ইমাম উদ্দিন সুমন, ছানা উল্যাহসহ সুবর্ণ জয়ন্তী উদযাপন বিভিন্ন কমিটির সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।

আগামি ১৮ জানুয়ারী সুবর্ণ জয়ন্তী পালন উপলক্ষে জমকালো অনুষ্ঠানের নানা দিক নিদের্শনা নিয়ে বিস্তর আলোচনা করেন অতিথিরা। গত ১ মাস ধরে অনুষ্ঠানে অংশ নিতে রেজিস্ট্রেশন চলমান আছে আগামি আরো ১৫ দিন রেজিষ্ট্রেশন চলমান থাকবে যে সকল প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীরা রেজিষ্ট্রেশন সম্পন্ন করেনি তাদেরকে অতি দ্রুত রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে অনুরোধ জানানো হয়। প্রায় কোটি টাকা ব্যায়ে সুবর্ণচরের মধ্যে সব চেয়ে আলোচিত এবং জমজমাট অনুষ্ঠানটিতে সার্বিক সহযোগিতা করার জন্য সকল সহযোগিতা চান সুবর্ণ জয়ন্তী আয়োজন কমিটির সদস্যরা।

(আইইউএস/এএস/ডিসেম্বর ২১, ২০২৪)