মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালী সুবর্ণচরে সন্ত্রাসী কায়দায় বাড়ীঘর দখল, হামলা, ভাঙচুরের ঘটনা ঘটার অভিযোগ পাওয়া গেছে। বড় বাড়ী হরিয়ে নিঃশ্ব ৬ পরিবারের অনতত ১৫ সদস্য এখন রাস্তায়। সন্ত্রাসীদের হিংস্র তান্ডব আর নৃসংশ ঘটনার বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন পরিবারের সদস্যরা। এ ঘটনায় জায়নাল ওরপে জনু মাঝি বাদী হয়ে চরজব্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

ঘটনাটি ঘটে সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ জাহাজমারা গ্রামের হাবি মার্কেট সংলগ্ন জনু মাঝির বাড়ীতে।

ভুক্তভোগী পরিবারের নারী সদস্যরা অভিযোগ করে বলেন, ১৭ ডিসেম্বর রাত ১০ টায় একই গ্রামের মোস্তফার ছেলে, মাইন উদ্দিন (৩৪) মাহফুজ (৪০), সালা উদ্দিন (২৮) স্থানীয় খোকন (৪৯) মেস্ত্রী, আলা উদ্দিন (৩৩)সহ অজ্ঞাত শতাধিক সন্ত্রাসী বাহিনী নিয়ে বাড়ী থাকা নারী, পুরুষ, শিশু কিশোর, গৃহবধূসহ শিশুদের দেশীয় অস্ত্রসস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারধর করে ঘরবাড়ী বের করে দিয়ে ৩টি বিল্ডিং ঘর এবং ৩টি টিনের ঘর দখল করে নেয় সেই সাথে ঘরে থাকা ৮ লক্ষ টাকার মূল্যবান আসবাবপত্র, টিভি, ফ্রিজ, সোফাসেট, পত্র লুট করে ট্রাক যোগে অন্যত্র নিয় যায়। ৯৯৯ কল দিলে রাত ৩ টায় চরজব্বর থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ভুক্তভোগী পরিবারকে উদ্ধার করেন। এখন আমরা ঘরবাড়ী হারিয়ে পথে পথে ঘুরছি সন্ত্রাসীরা আমাদের মেরে ফেলার হুমকি দিচ্ছে। আজ ২ দিন আমরা ঘর বাড়ী হারিয়ে মানবেতর জীবন যাপন করছি।

ভুক্তভোগী জয়নাল আবেদিন ওপরে জনু মাঝি বলেন, আমরা ২০২৪ সালে জায়গা ক্রয় করে বাড়ী ঘর করে আজকে দীর্ঘ ২০ বছর ধরে বাড়ীতে বাসবাস করছি। ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাবার পর অভিযুক্তরা একাধিকবার বাড়ী ঘর দখল, পরিবারের নারী সদস্যদের মারধর করে, গত ১৭ ডিসেম্বর হঠাৎ মাইন উদ্দিন, মাহফুজ, সালা উদ্দিন, স্খানীয় খোকন মেস্ত্রী, একই এলাকার কামরুলসহ একদল ভাড়াটিয়া সন্ত্রাসী রাত ১০ টায় অস্ত্রসস্ত্র নিয়ে আমার বাড়ীতে হামলা চালায়, ভাংচুর করে এবং আসবাব পত্র অন্যত্র নিয়ে ৬ টিঘর সহ পুরো বাড়ীটা দখল করে নেয়, এখন আমি আমার পরিবার নিয়ে রাস্তায় বসবাস করতে হচ্ছে। তিনি ঘটনার সুষ্ঠ তদন্ত করে উপযুক্ত বিচারসহ বাড়ী ঘর ফেরত পেতে নোয়াখালী জেলা প্রশাসক, নোয়াখালী পুলিশ সুপারসহ সংশ্লিষ্ঠ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

অভিযুক্ত মাইন উদ্দিন বলেন, এটা আমাদের জায়গা, ঘরগুলো জনু মাঝির সে এতোদিন আমাদের জায়গা দখল করে রেখেছে এখন আমরা আমাদের জায়গায় বুঝে নিয়েছি। আমরা কারোর ওপর হামলা করিনি বরং জনু মাঝির লোকজন আমাদের ওপর হামলা করে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

(এস/এসপি/ডিসেম্বর ২০, ২০২৪)