দীপক চন্দ্র্র পাল, ধামরাই : টঙ্গীর ময়দানে নিরীহ সাথীদের ওপর বর্বর হামলাকারী সাদপন্থী সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্নমূলক শাস্তি ও খুনিদের গ্রেফতার দাবিতে ধামরাইয়ে বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে ধামরাই উপজেলার উলামা মাশায়েক ও সর্বস্তরের তৌহীদি জনতা।

আজ বৃহস্পতিবার সকালে ধামরাই পৌর বাজারের দক্ষিণ প্রান্ত থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ধামরাই উপজেলার শতশত উলামা মাশায়েক ও সর্বস্তরের তৌহীদি জনতা।

মিছিলটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দুপুর বারটায় উপজেলা চত্তরে এসে শেষ করেছে। এর পর দুপুর বারটায় উপজেলা মুক্ত মঞ্চে এক বিক্ষোভ সমাবেশ করেছে।

সমাবেশে বক্তব্য রাখেন মুফতি আশরাফ আলী, মুফতি সানাউল্লাহ, মুফতি আব্দুর রাজ্জাক, মাওঃ আঃ জলিল সহ আরো কয়েক জন বিশিষ্ট উলামা মাশায়েখের নের্তৃবৃন্দ। বক্তারা অবিলম্বে সন্ত্রাসী ও খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেছেন।

উল্লেখ্য, গতকাল বুধবার টঙ্গীতে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ পন্থীদের অনুসারীদের সাথে সংঘর্ষে চার জন নিহতের ঘটনা ঘটেছে। আহত হয়েছে অনেক।

(ওএস/এসপি/ডিসেম্বর ১৯, ২০২৪)