ভাসানী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের কর্মশালা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল : টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে শিক্ষকদের ‘টিচিং-লার্নিং অ্যান্ড অ্যাসেসমেন্ট: মেথডস অ্যান্ড টেকনিকস’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ডক্টর মো. আনোয়ারুল আজীম আখন্দ।
রিসোর্স পারসন হিসেবে কর্মশালা পরিচালনা করেন, সিলেট আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য(ভিসি) প্রফেসর ডক্টর মো. আশরাফুল আলম। কোর্স সমন্বয়ক হিসেবে বক্তব্য রাখেন, আইকিউএসির পরিচালক প্রফেসর ডক্টর মো. মতিউর রহমান ও অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ডক্টর শাহ আদিল ইশতিয়াক।
কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইদ্রিস আলী ও আইকিউএসির অতিরিক্ত পরিচালক ডক্টর মো. খাইরুল ইসলাম।
কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের সকল বিভাগের চেয়ারম্যান ও ১ম বর্ষ ১ম সেমিস্টারের কোর্স শিক্ষকরা অংশগ্রহণ করেন।
(এসএম/এসপি/ডিসেম্বর ১৮, ২০২৪)