আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : “প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার” এই শ্লোগানে বরিশালের গৌরনদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে। 

এ উপলক্ষে আজ বুধবার সকালে উপজেলা প্রশাসন ও গৌরনদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে উপজেলা চত্বর থেকে র‌্যালি বের করা হয়।

র‌্যালি শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খান।

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোহাম্মদ রহিজ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাসলিমা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, সমবায় কর্মকর্তা আফসানা সাখী।

(টিবি/এসপি/ডিসেম্বর ১৮, ২০২৪)