এস এ সাদিক, মেহেরপুর : প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার এই প্রতিপাদ্য সামনে রেখে মেহেরপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও মেলা উদ্বোধন এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

আজ বুধবার সকালে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি থেকে র‍্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।

এরপর আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস উদযাপন উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে মেলার উদ্বোধন ও মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনার সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক সিফাত মেহনাজের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম, মেহেরপুর সদর উপজেলার নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) গাজী মূয়ীদুর রহমান, সহকারী কমিশনার আবীর হোসেন, মেহেরপুরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রর (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ আরিফ হোসেন তালুকদার, পুলিশ পরিদর্শক বজলুর রহমান, ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক এ জেএম সিরাজুম মূনী, মেহেরপুর জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন, মেহেরপুর সোনালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপক তৌহিদুল ইসলাম, মেহেরপুর প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপক মোয়াজ্জেম হোসেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন ড্রাইভিং টেডের ইন্সট্রাক্টর (ব্যবহারিক) মনিরুজ্জামান, সিভিল কনস্ট্রাকশন ইন্সট্রাক্টর শিখা খানম, কম্পিউটার ট্রেডের ইন্সট্রাক্টর আল আমিন হোসেন, ইলেকট্রনিক্স ট্রেডের ইন্সট্রাক্টর মাসুদ পারভেজ, ইলেকট্রিক্যাল ট্রেডের ইন্সট্রাক্টর সোহেল রানা, গার্মেন্টস ট্রেডের ইন্সট্রাক্টর আনিসুর রহমান, ড্রাইভিং ট্রেডের ইন্সট্রাক্টর (তাত্ত্বিক) ফাতিহা ফিজা, ড্রাইভিং ট্রেডের ইন্সট্রাক্টর (ব্যবহারিক) ফারুক হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন স্কীল্ড ওর্য়াকার (কম্পিউটার) মনির হোসেন, স্কীল্ড ওর্য়াকার (মেকানিক্যাল) খাইরুল ইসলাম, স্কীল্ড ওর্য়াকার (ইলেকট্রিক্যাল) শিহাব উদ্দিন, স্কীল্ড ওর্য়াকার (ড্রাইভিং) ইমরান খান প্রমুখ।

আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভায় সঞ্চালনা করেন সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানজিনা শারমিন দৃষ্টি।

(এসএএস/এসপি/ডিসেম্বর ১৮, ২০২৪)