মো: মাহবুবুর রহমান, ঝালকাঠি : জাতীয়তাবাদী শ্রমিক দল ঝালকাঠি জেলা শাখার সভাপতি মোঃ টিপু সুলতান এর রোগ মুক্তি কামনায় দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় অটো রিক্সা শ্রমিক দলের কলেজ-মোরস্ত কার্যালয়ে এ দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়।

দোয়া মিলাদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মামুন আর রশিদ, দপ্তর সম্পাদক, জাকির ওসমান, জেলা যুবদলের সদস্য মোঃ মঈন খান, সদর উপজেলা শ্রমিক দল সভাপতি নাসির উদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক আলম মুন্সী, পৌর শ্রমিক দল সভাপতি দেলোয়ার হোসেন, হাফেজ মাওলানা মোঃ শহিদুল ইসলামের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, অটো শ্রমিক দল সভাপতি আলম ফকির, অটো শ্রমিক দলনেতা আলামিন, শাহাদাত, সোহাগ, নুরুন্নবী, সোনা মিয়া, সবুজ হাওলাদার প্রমূখ।

উল্লেখ্য, ঝালকাঠি জেলা শ্রমিকদলের সভাপতি মোঃ টিপু সুলতান কিছুদিন যাবত ঢাকার একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন।

(এমআর/এসপি/ডিসেম্বর ১৮, ২০২৪)