মহম্মদপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।
১৬ ডিসেম্বর উপজেলা সদরের মিনি স্টেডিয়াম প্রাঙ্গণে অবস্থিত অস্থায়ী মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়।সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্মৃতিসৌধ পুষ্পাঞ্জলি অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ মন্ডল।
পরবর্তীতে বিভিন্ন সরকারি দপ্তর, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক দল, বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার্থী, সংগঠনসহ সর্বস্তরের মানুষ উষালগ্নে ফুল নিয়ে সমবেত হয় স্টেডিয়াম মাঠে।
সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ চত্বরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান বিজয় দিবসের শুভ সূচনা ঘটে। বেলা১১টায় উপজেলা পরিষদের হলরুমে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে সম্পন্ন হয়।
(বিএসআর/এএস/ডিসেম্বর ১৭, ২০২৪)