বিজয় দিবস উপলক্ষে গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : বিজয় দিবস উপলক্ষে ময়মনসিংহ মহানগর ও জেলা শাখার উদ্দোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্টিত হয়। গত ১৬ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় বাউন্ডারি রোডে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন এন পি এস গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা।
কাজী নুরুল হুদা পলাশ (সাধারণ সম্পাদক ) সার্বিক তত্বাবধানে, প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় এনপি এসের ভাইস চেয়ারম্যান সিনিয়র এডঃ এ টি এম মাহাবুব উল আলম (সুপ্রিমকোর্ট), জেলা এন পি এসের সভাপতি মনির হোসেন চৌধুরী, জেলা এন পি এস সাধারণ সম্পাদক নুরুল হুদা পলাশ, জেলা ছাত্রদলের সাবেক এ জি এস রাসেল চৌধুরী, সাবেক কাউন্সিলর ও জেলা এন পি এসের সিনিয়র সহ সভাপতি রোখসানা শিরিন,যুবদল নেতা বিলাশ পাল, আহবায়ক হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান কল্যান ফ্রন্ট, উৎপল ভৌমিক সদস্য সচীব মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যানফ্রন্ট, মুরাদ উদ্দীন মুরাদ জেলা সহ সভাপতি এন পি এস ময়মনসিংহ, মাহামুদুল হাসান মিন্টু সাংগঠনিক সম্পাদক মহানগর এন পি এস, মুরাদ হোসাইন যুগ্ম সাধারণ সম্পাদক জেলা এন পি এস প্রমুখ।
আলোচনা শেষে সংগীত পরিবেশন করেন, রোখসানা শিরিন, এ টি এন শিল্পী সোহান মোহাম্মদ হানিফ,শিল্পী আমিরুল ইসলাম সাগর, মহানগর এন পি এস সাংস্কৃতিক সম্পাদক আশাবিয়া হুম তমা, আচল প্রমুখ। আনন্দঘন পরিবেশে সাংস্কৃতিক অনুষ্ঠানটি উপভোগ করেন উপস্থিত জনতা।
(এনআরকে/এএস/ডিসেম্বর ১৭, ২০২৪)