মো: আল-আমিন, শ্রীমঙ্গল : শীতকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে সব সময় বিরাজমান থাকে। তীব্র শীত আর এক টানা ঘন কুয়াশার কারণে শ্রীমঙ্গলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তুষারাচ্ছন্ন বাতাস আর ঘন কুয়াশায়সহ হাড় কাপাঁনো শীতে জবুথবু হয়ে পড়েছে এ এলাকার মানুষ।

শিশু ও বৃদ্ধরা ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। এতে সর্দি, কাশি ও হাপানিজনিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। মজুর পরিবারের মধ্য বয়সী ও বৃদ্ধরা কর্মহীন হয়ে পড়েছে। ঠিক সেই সময়ে শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা মো. মহসিন মিয়া মধু বলেছেন, 'দরিদ্র ও শীতার্ত মানুষদের শীতের কষ্ট লাঘবে সবার মাঝে শীতবস্ত্র বিতরন করা হবে। কোন দুস্থ মানুষকে শীতবস্ত্রের অভাবে কষ্ট ভোগ করতে হবে না। তিনি অসহায় দুঃস্থ শীতার্ত মানুষের দুর্ভোগ লাঘবে তাদের পাশে দাঁড়াতে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহবান জানান।

সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহবানে দেশব্যাপী শীত বস্ত্র বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে উপজেলা কৃষকদলের আয়োজনে শ্রীমঙ্গলে শীতার্ত মানুষের মাঝে এক কম্বল বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মহসিন মিয়া মধু এ আহবান জানান।

অনুষ্ঠানে উপজেলা কৃষক দলের আহ্বায়ক সৈয়দ মোস্তাকিন আলীর ব্যক্তিগত উদ্যাগে ৬ শতাধিক দুঃস্থ নারী পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এসময় মহসিন মিয়া মধু বলেন, 'শ্রীমঙ্গলে কাউকে যেন শীতে কষ্ট করতে না হয় তা নিশ্চিত করা হবে। আজ ৬শ' দরিদ্রের মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরন করা হয়েছে, পর্যায়ক্রমে আমার ব্যক্তিগত উদ্যোগে এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শ্রীমঙ্গল পৌরসভা এলাকার ৯ টি ওয়ার্ডে সকল শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরনের পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে উল্লেখ করে তিনি বলেন-এতে করে অনেক দরিদ্র মানুষ দুর্ভোগে পড়েছেন। এজন্য তিনি সরকারের পাশাপাশি দলীয় নেতা-কর্মীসহ সমাজের সকল বিত্তবানদের দরিদ্র মানুষদের সহায়তায় এগিয়ে আসার আহবান জানান।

এসময় শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মো. সেলিম মিয়া, সাবেক পৌর কাউন্সিলর বিএনপি নেতা আলকাছ মিয়া, আব্দুল জব্বার আজাদ, শ্রীমঙ্গল উপজেলা কৃষকদলের আহবায়ক সৈয়দ মোস্তাকিন আলী, সদস্য সচিব মো. তাজুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(এএ/এএস/ডিসেম্বর ১৭, ২০২৪)