গোপালগঞ্জ প্রতিনিধি : বিজয় দিবসে উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে তারা।

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টায় টুঙ্গিপাড়া উপজেলার সরকারি শেখ মুজিবুর রহমান কলেজের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

এর আগে গ্রেফতার আতঙ্কে সকাল থেকে হাতে গোনা কয়েকজন নেতাকর্মী ভাগে ভাগে কলেজ প্রাঙ্গণে প্রবেশ করেন। পরে একত্রিত হয়ে উপজেলা ছাত্রলীগ ও ইউনিয়ন ছাত্রলীগের নেতারা বিভিন্ন স্লোগানে একটি ঝটিকা মিছিল বের করেন। এছাড়া কলেজ প্রাঙ্গনের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে দ্রুত কলেজ থেকে বের হয়ে যায়।

মিছিলে নেতৃত্ব দেন টুঙ্গিপাড়া পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফেমাস রহমান।

আরও উপস্থিত ছিলেন, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইব্রাহিম শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সোহান, সাংগঠনিক সম্পাদক আবিদ হাসান, সদস্য তাসিন আহম্মেদ, ইভান মাসুম, সোহেল ইসলাম, সুজন ইসলাম, বর্নি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রুমান মোল্লা প্রমূখ।

জানা যায়, বাংলাদেশের অন্তর্বর্তীকালিন সরকার আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন 'বাংলাদেশ ছাত্রলীগ'কে নিষিদ্ধ করার পর এই প্রথম টুঙ্গিপাড়ায় ছাত্রলীগকে কোনো দলীয় কর্মকাণ্ডে দেখা গেছে।

(এমএস/এএস/ডিসেম্বর ১৭, ২০২৪)