বিপুল কুমার দাস, রাজৈর : রাজৈর উপজেলা প্রশাসনের আয়োজনে রাজৈর উপজেলা পরিষদ চত্বরে সোমবার সকাল থেকে দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ চারুকারু ও কুটির শিল্প মেলা , বীর মুক্তিযোদ্ধা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্বর্ধণা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহফুজুল হক এর সভাপতিত্বে, রাজৈর উপজেলা সমাজসেবা সেবা কর্মকর্তা বাদশা ফয়সাল এর সঞ্চালনায় রাজৈর আছমত আলী খান মিলনায়তনে, আজ বেলা এগারোটায় বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা আনুষ্ঠানে বক্তব্য রাখেন, রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা, মাহাফুজুল হক, রাজৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি), তাসফিক সিবগাত উল্লাহ্, রাজৈর থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদুর রহমান মাসুদ খান, যুদ্ধকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার, মীর আব্দুল কাইয়ুম, বীর মুক্তিযোদ্ধা অশোক কান্তি বিশ্বাস প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তা বৃন্দ, মুক্তিযোদ্ধা বৃন্দ, সাংবাদিক বৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধি বৃন্দ।

(বিকেডি/এএস/ডিসেম্বর ১৭, ২০২৪)