শাহ্ আলম শাহী, দিনাজপুর : যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনাজপুরে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস।

সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করে জেলা প্রশাসন। এ উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ এবং চেহেলগাজী মাজারস্থ শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ অর্পণ করছেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, প্রেসক্লাব, জেলা বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, দিগন্ত শিল্পী গোষ্ঠী, সামাজিক-সাহিত্য-সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ ।

এছাড়াও দিনটিকে উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন আয়োজন করে আলোচনা সভা, চিত্রাংকণ, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন।

(এসএএস/এএস/ডিসেম্বর ১৭, ২০২৪)