কুষ্টিয়ায় ট্রাক চাপায় কলেজছাত্র নিহত
মো: মিশুক আহমেদ জয়, কুষ্টিয়া : কুষ্টিয়ার কুমারখালীতে ট্রাক চাপায় আকাশ আহমেদ নামে এক কলেজছাত্র নিহত ও অপর এক কলেজছাত্র আহত।
রবিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কুমারখালী উপজেলা জয়বাংলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কলেজছাত্র আকাশ আহমেদ সদর উপজেলার আব্দালপুর ইউনিয়নের মজিদ আলীর ছেলে।
আহত কলেজছাত্র আব্দুল্লাহ সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের সেকেন্দার মন্ডলের ছেলে।
তারা দুইজনই ঝাউদিয়া ডিগ্রি কলেজের মানবিক বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, তিন মোটরসাইকেল যোগে ৬ বন্ধু শহরের দিকে যাচ্ছিল। এসময় কুমারখালী উপজেলার জয় বাংলা বাজারে পৌঁছলে। একটি ট্রাক ওভারটেক করে সামনে যায় আকাশ ও আব্দুল্লাহ। এসময় তাদের মোটরসাইকেলে পিছন থেকে চাপা ট্রাকটি ।এতে ঘটনাস্থলে আকাশের মৃত্যু হয়। পরে বন্ধু ও স্থানীয়রা আহত আব্দুল্লাহকে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
তবে ঘাতক ট্রাকটিকে আটক করতে পারেনি স্থানীয়রা।
কুমারখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমা আক্তার বলেন, হাসপাতালে পৌছানোর আগেই রোগী মারা যান।
কুমারখালী থানার অফিসার ইনচার্জ সোলায়মান শেখ জানান, ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
(এমএজে/এএস/ডিসেম্বর ১৬, ২০২৪)