‘শেখ হাসিনা দেশটাকে দেনাগ্রস্ত করে গেছে’
একে আজাদ, রাজবাড়ী : বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বলেছেন,শেখ মুজিব তার শাসন আমলে বাংলাদেশটাকে তলাবিহীন ঝুড়ি অবস্থায় রেখে গেছিল তার মেয়ে তলাবিহীন ঝুরিটাকে খেয়ে চলে গেছে। এখন আমরা এত দেনাগ্রস্ত হয়ে পড়েছি যে ধারদেনা শোধ করতে করতে আর ভালো নাই।
রবিবার (১৫ ডিসেম্বর) দুপুরে রাজবাড়ী জেলা বিএনপির কার্যালয়ে কাউন্সিল উপলক্ষে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তৃতায় আসাদুজ্জামান রিপন এসব কথা বলেন।
তিনি আরও বলেন, শেখ হাসিনা নিজেই বলতেন ভারতকে যা দিয়েছি আজীবন মনে রাখবে। তার দুর্ভাগ্য ভারতের জনগন মনে রাখবে কিন্তু বাংলাদেশের জনগন তাকে মনে রাখবে এই ব্যবস্থাটা তিনি করেন নাই। যদি তিনি বাংলাদেশের মানুষ তার শাষনকে মনে রাখবে ইতিবাচক ভাবে মনে করতেন তাহলে ভারতের জনগনের মনে না রাখলেও চলতো।
বক্তব্যে তিনি আরো বলেন ভারতকে মনে রাখতে যেয়ে ভারত সরকারকে এত দান খয়রাত করেছে যে বাংলাদেশকে তলা বিহীন ঝুড়ি বানিয়ে ফেলেছে।
রাজবাড়ী জেলা বিএনপি আহবায়ক এ্যাডভোকেট লিয়াকত আলী বাবুর সভাপতিত্বে প্রস্তুতি সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা রাখেন জাতীয় নির্বাহী কমিটি বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ- সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান, সহ -সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রিয় কমিটির সহ- সভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট. আসলাম মিয়া, জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট কামরুল আলম,যুগ্ন আহবায়ক রেজাউল করিম চৌধুরী পিন্টু,জেলা বিএনপির সাবেক সাদারন সম্পাদক হারুনুর রশিদ হারুন।
(একে/এএস/ডিসেম্বর ১৫, ২০২৪)