রিয়াজুল ইসলাম রিয়াজ’র কবিতা
কালো মেঘের ছবি
অনেক কাছাকাছি থেকেও ইচ্ছে করেই
ওই বিশাল আকাশটি ছোঁয়া হয়নি সেদিন,
অনধিকার চর্চা বা অসাবধানতায়
ওর নীলাভ মেঘে হাত লেগে যাবে বলে।
তবুও কীসের অপারগতা ও দ্রোহে-
এক অজানা পথিককে পায়ে হাঁটিয়েছি দীর্ঘ পথ,
মূলত বড় একটা ধোকা দিয়েছি তাঁকে
চালকের সাথে সদ্ধি হয়েছিলো তলে তলে।
হঠাৎ চোখ পড়লো পাষাণ হৃদয়ের অমনোযোগী
একজোড়া প্রেমিক-যুগলের ভন্ডামির দিকে,
কুসুম কোমল পবিত্র ভালোবাসাকে
তারা মনে করেছে উন্মাদনার কোনো নির্লজ্জ খেলা।
তার অনেক দিন পরে আবার দেখলাম ওদের
মনে হলো মিলেয়েছে হয়তো প্রেমাংকের সমাধান,
একটু ভালো করে খেয়াল করে দেখি-
এটা তো পুরোটাই বিষাদ, অপবাদ, অবহেলা।
পুনরায় দেখলাম ওই যুগলের অনুতপ্ত হৃদয় দু'টি-
হঠাৎ জাগ্রত মনের প্রেমিক হয়ে উঠেছে,
অতীত ভুলে প্রেমের নতুন রিসেট বাটনে চেপে
জল তরঙ্গে ভাসিয়ে দিয়েছে তাদের প্রণয়ের ভেলা।
এরপর আর দেখা হয়নি ওদের সাথে, শুনেছি-
কর্ম ব্যস্ততা, সময় সংকট ও এক বিশাল 'অবিশ্বাস'
ওই যুগলের মনোপটে কালো মেঘের ছবি এঁকেছে,
অবশেষে বিচ্ছেদেই সাঙ্গ হয় ওদের প্রেমোবেলা!