মাগুরায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
মহম্মদপুর প্রতিনিধি : মাগুরায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার সকালে শহরের নোমানী ময়দানন্থ শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পুষ্পস্তবক অর্পণ করেন মাগুরা জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম, পুলিশ সুপার মিনা মাহমুদা, বিপিএম, সিভিল সার্জন ডাঃ শামীম কবির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান, সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ রিজভী জামান, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুস সত্তার, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড,বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা,জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও শিক্ষার্থীরা, বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
পুষ্পস্তবক অর্পণ শেষে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক মো. অহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার মিনা মাহমুদা, সিভিল সার্জন ডাক্তার শামীম কবির, বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট ইসলাম আলী সরদার প্রমূখ। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাগুরা জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুরূপভাবে মাগুরা জেলার শালিখা, মহম্মদপুর ও শ্রীপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
(বিএস/এসপি/ডিসেম্বর ১৪, ২০২৪)