রাজৈরে বিদ্যুতের খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ১
বিপুল কুমার দাস, রাজৈর : মাদারীপুরের রাজৈরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের কাঠালিয়া ব্রিজ নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন— রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের পূর্ব দ্বাড়াদিয়ার শাহ মুফতির ছেলে কাঠমিস্ত্রী বোরহান মুফতি (২২)। আর গুরুতর আহত কাঠমিস্ত্রী রাব্বি মুফতি (২২) একই এলাকার মতিয়ার মুফতির ছেলে।
রাজৈর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাসুদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাজৈর থানার মোড় থেকে ছেড়ে আসা মোটরসাইকেল কাঠালিয়া ব্রিজ এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল চালক ঘটনাস্থলে মারা যান। আর আরোহী আহত হন। আহতকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
(বিডি/এসপি/ডিসেম্বর ১৪, ২০২৪)