মেহেন্দিগঞ্জে প্রকাশ্যে ঘেরের মাছ লুটের অভিযোগ

আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : বিএনপি নেতা পরিচয়ে জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার আলিমাবাদ ইউনিয়নের চর গাগুরিয়া গ্রামের সু-বিশাল একটি ঘের থেকে প্রকাশ্যে প্রায় অর্ধকোটি টাকার মাছ লুটের অভিযোগ পাওয়া গেছে।
আজ শনিবার সকালে ঘেরের মালিক মোস্তফা কামাল খান অভিযোগ করে বলেন, স্থানীয় জামাল উদ্দিনের নেতৃত্বে তার সহযোগি মাসুদ শিকদার, রফিক, সাব্বির হাওলাদার, আজিজুল মাঝি, আনোয়ার রাঢ়ীসহ তাদের ২৫/৩০ জন সহযোগিরা তার (মোস্তফা) প্রায় ৩০ একর জমির মাছের ঘেরে জাল টেনে মাছ ধরে লুট করে নিয়েছে। এসময় তাকে (মোস্তফা) বিভিন্নধরনের ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।
মোস্তফা কামাল আরও অভিযোগ করেন, এ বিষয়ে থানা পুলিশকে অবহিত করা হলেও কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। উল্টো থানায় তার (মোস্তফা) বিরুদ্ধে মিথ্যে অভিযোগ দায়ের করেছে মাছ লুটকারীরা।
অভিযুক্ত মাসুদ শিকদার নিজেকে স্থানীয় বিএনপির সাবেক নেতা দাবি করে বলেন, মোস্তফার ঘেরে কোন মালিকানা নেই। কিন্তু ঘেরের মাছ কে বা কারা লুট করে নিয়েছে তা আমার জানা নেই।
অপর অভিযুক্ত জামাল উদ্দিন বলেন, ঘেরে মোস্তফা মাছ ছাড়লেও তার কোন জমি নেই। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
মেহেন্দিগঞ্জ থানার ওসি মাহবুবুর রহমান বলেন, এ বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের তদন্ত চলছে। সত্যতা যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
(টিবি/এসপি/ডিসেম্বর ১৪, ২০২৪)