রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুর সদর উপজেলার শোভারামপুরের রঘুনন্দনপুরে সনাতন ধর্মাবলম্বীদের তিন দিনব্যাপী এক ধর্মীয় অনুষ্ঠান শুরু হয়েছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় গোবিন্দ চন্দ্র পাল ও গোপাল গোস্বামীর গীতা ‌পাঠের মধ্য দিয়ে ওই অনুষ্ঠানটির শুরু হয়।

দ্বিতীয় দিন (১৪ ডিসেম্বর, শনিবার) একাধিক ধাপে অষ্টকালীন লীলা কীর্তনের আয়োজন থাকবে বলে জানিয়েছেন আয়োজকেরা। যাতে কীর্তন পরিবেশন করবেন উত্তম কুমার সাহা ‌(ফরিদপুর), অমল ব্যানার্জি (ফরিদপুর), শ্রীমতি পুষ্পরানী (বগুড়া) প্রমুখ।

এছাড়া, শেষের দিন (১৫ডিসেম্বর, রবিবার) ‌মহাপ্রভুর ভোগ রাগ অনুষ্ঠিত হবে। পরিশেষে উপস্থিত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে শেষ হবে সনাতনীদের ওই ধর্মীয় অনুষ্ঠান।

এদিকে, প্রতি বছরের ন্যায় এবারও ওই অনুষ্ঠানে ঘিরে প্রচুর সনাতন ধর্মাবলম্বী ও ভক্তবৃন্দ অংশগ্রহণ করেছেন বলে জানিয়েছেন আয়োজকেরা।

(আরআর/এএস/ডিসেম্বর ১৪, ২০২৪)