সাইফিয়া দরবার শরীফের ৩ দিনের সুন্নী ইজতেমার প্রস্তুতি সভা ও প্যান্ডেল উদ্বোধন
মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : প্রতি বছরের ন্যায় এবারও আগামি ২৩, ২৪ এবং ২৫ জানুয়ারী বৃস্পতিবার, শুক্রবার ও শনিবার লক্ষ্মীপুর সাইফিয়া দরবার শরীফে অনুষ্ঠিত হবে ৩ দিনব্যাপী সুন্নী ইজতেমা ২০২৫। এ উপলক্ষে আজ শুক্রবার সকালে সাইফিয়া দরবার শরীফে প্রস্তুতি সভা ও প্যান্ডেল উদ্বোধন করা হয়।
বাদ জোহর দুপুর ২ টায় এস্তেমা উদ্বোধন করেন সাইফিয়া দরবার শরীফ লক্ষ্মীপুর এর বর্তমান পীর সাহেব আলহাজ হযরত মাওলানা শাহ মুহাম্মদ আতা-ই রাব্বী সিদ্দীকী (আস-সাইফি)। এসময় উপস্থিত ছিলেন, পীরজাদা শাহ রেজায়ে রাব্বী সিদ্দিকী, কাদেরিয়া সাইফিয়া দারুসুন্নাহ মাদ্রাসার অধ্যক্ষ আবু্ল কালাম আজাদসহ এস্তেমা আয়োজন কমিটির সদস্যরা।
সাইফিয়া দরবার শরীফের আঞ্জুমান জাকেরিন মুজাহিদ পরিষদ সংগঠন কর্তৃক আয়োজনে আগামি ২৩ জানুয়ারী বৃহস্পতিবার ফজর নামাজ শেষে জিকির আসকার আর এবাদত বন্ধেগির মধ্যে দিয়ে শুরু হবে ৩ দিনের সুন্নী ইজতেমা ২০২৫।
ইজতেমাআয়োজন কমিটির সদস্যরা জানান প্রতি বছর এস্তেমায় দেশের বিভিন্ন স্থান থেকে এস্তেমায় যোগ হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লীগণ।
আগামিকাল থেকেইজতেমা মাঠ প্রস্তুত, মুল প্যান্ডেল, মঞ্চ, প্রধান ফটক, খাওয়ার স্থান, নিরাপত্তা ব্যবস্থা, টয়লেট, ভ্রাম্যমান চিকিৎসা ক্যাম্প, গাড়ী পাকিং সহ নানা সাজ সজ্জা শুরু হবে।
২৩, ২৪ এবং ২৫ জানুয়ারী বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার চর রমনীমোহন ইউনিয়নের অর্ন্তগত সাইফিয়া দরবার শরীফে সুন্নী এস্তেমা শুরু হবে।
(এস/এসপি/ডিসেম্বর ১৩, ২০২৪)