গ্যালাক্সী কম্পিউটার ট্রেনিং সেন্টারের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নবীন বরণ
নবী নেওয়াজ, পাবনা : গ্যালাক্সী কম্পিউটার ট্রেনিং সেন্টার২২ তম প্রতিষ্ঠা বার্ষিকী নবীন বরণ অনুষ্ঠান হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী ও নবীন বরণ অনুষ্ঠানের সভাপতিত্বে করেন গ্যালাক্সী কম্পিউটার ট্রেনিং সেন্টার পরিচালক আতাউর রহমান।
এ উপলক্ষে আজ শুক্রবার সকাল ৯ টা থেকে পাবনা শহরের রাধানগর এলাকায় গ্যালাক্সী হল রুমে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর সিভিল হাতেম আলী, পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের জুনিয়র ইন্সট্রাক্টর আব্দুস শুকুর আল মাহমুদ, ইনস্টিটিউট অব টেকনোলজি এন্ড টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ইন্সট্রাক্টর কম্পিউটার মোঃ আরিফুল ইসলাম, পাবনা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দেশ টিভি ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকার পাবনা জেলা প্রতিনিধি সৈকত আফরোজ আসাদ সহ শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।
(এনএন/এসপি/ডিসেম্বর ১৩, ২০২৪)