আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : ভূমি কর্মকর্তার কাছে অনৈতিক সুবিধা চেয়ে না পাওয়ার ক্ষোভে ভূমি অফিসে ঢুকে ভূমি সহকারী কর্মকর্তার (তহসিলদার) ওপর হামলা ও অফিসের গুরুত্বপূর্ণ কাগজপত্র বিনষ্ট করার ঘটনায় কাওসার হোসেন হাওলাদার (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। 

আটককৃতের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়ন ভূমি অফিসের। গ্রেপ্তারকৃত কাওসার সরিকল ইউনিয়নের প্রত্যন্ত কুড়িরচর গ্রামের গনি হাওলাদারের ছেলে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও মামলা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে সরিকল ভূমি অফিসে জমির পর্চা নিতে এসে ভূমি সহকারী কর্মকর্তা সরদার মজিবুরের সাথে অশোভন আচরণ করে কাওসার। একপর্যায়ে অফিসের মধ্যেই ভূমি কর্মকর্তা মজিবুরকে কিল-ঘুষি মেরে আহত এবং অফিসের গুরুত্বপূর্ন ফাইল বিনষ্ট করে। এসময় ভূমি অফিসের অন্যান্য কর্মচারীরা কাওসারকে আটকে রেখে বিষয়টি তাদের উর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করেন।

পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে কাওসারকে আটক করে থানায় নিয়ে যায়। ওইদিন রাতেই কাওসারের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়। এবিষয়ে জানতে সরিকল ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তার নাম্বার বন্ধ থাকায় বক্তব্য নেওয়া যায়নি। গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন জানিয়েছেন, বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করার পর আটককৃতের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

(টিবি/এসপি/ডিসেম্বর ১৩, ২০২৪)