নিখোঁজের ৩ দিনেও উদ্ধার হয়নি গৃহবধূ, উৎকণ্ঠায় পরিবার
শেখ এনামূল হক বিদ্যুৎ, সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার দরপত এলাকার এক গৃহবধূ নিখোজ হয়েছেন। গত ৯ ডিসেম্বর সোমবার রাত ১১ টায় স্বামীর বাড়ি থেকে একই এলাকায় গৃহবধূর খালার বাড়িতে যাওয়ার পথে নিখোঁজের ঘটনাটি ঘটে।
এ ঘটনায় নিখোঁজ গৃহবধুর মা নাজমা বেগম বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। নিখোঁজ গৃহবধূর বর্ষা (১৬), বিবির কান্দি, কালাপাহাড়িয়া এলাকার মো.এরশাদের মেয়ে। সে তার স্বামী মো. রাহাত হোসেনের সাথে দরপত ঠোটালিয়া সোনারগাঁ পৌরসভায় নিজ বাড়িতে বসবাস করতেন। তাকে খুজেঁ না পেয়ে দুই পরিবার বর্তমানে উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। গৃহবধূ নিখোঁজ হওয়ার বিষয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়েরের তিনদিনেও উদ্ধার করতে পারেননি সোনারগাঁ থানা পুলিশ। পরিবারের আকুতি, যদি কেহ নিখোঁজ গৃহবধূর সন্ধান পেয়ে থাকেন, তাহলে অনুগ্রহ করে নিকটস্থ থানায় জানানোর অনুরোধ করেছেন।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারী জানান, পুলিশ তদন্ত কার্যক্রমের মাধ্যমে নিখোঁজ গৃহবধূর সন্ধান পেতে বিভিন্ন ব্যবস্থা নিয়েছে। এবং উদ্ধারের জন্য পুলিশ বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছে।
(এসবি/এসপি/ডিসেম্বর ১২, ২০২৪)