‘দেশের নাগরিকদের ভ্যাট প্রদানে উৎসাহিত করতে হবে’
রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর অধ্যক্ষ প্রকৌশলী মো. আখতারুজ্জামান বলেছেন, 'দেশের নাগরিকদের ভ্যাট প্রদানে উৎসাহিত করতে হবে।’
আজ বৃহস্পতিবার ফরিদপুর কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট বিভাগের আয়োজনে, ফরিদপুর মহাবিদ্যালয়ের মিলনায়তনে এক সচেতনতামূলক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
''ভ্যাট দিব জনে জনে, অংশ নিব উন্নয়নে'' ও ''ভ্যাট দিচ্ছে জনগণ দেশের হচ্ছে উন্নয়ন'- এই প্রতিপাদ্য বিষয় দু'টিকে সামনে রেখে ফরিদপুরে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ পালিত হয়েছে।
প্রধান অতিথি'র বক্তব্যে কৌশলী মো. আখতারুজ্জামান বলেন, একজন সচেতন নাগরিক হিসেবে সকলের ভ্যাট দেওয়া একান্ত নাগরিক দায়িত্ব। নাগরিকদের ভ্যাটের টাকা আমাদের দেশেরই উন্নয়নের কাজে ব্যবহৃত হয়ে থাকে'। ভ্যাট প্রদানে আমরা নিজেরা সচেতন হবো এবং অপরকেও উৎসাহিত করবো বলেও জানান প্রকৌশলী আক্তার।
কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহকারী কমিশনার মো. শফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠেয় ওই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এবং গভর্নিং বডির সদস্য সচিব ড. বিমল কুমার বিশ্বাস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফরিদপুর মহাবিদ্যালয়ের প্রভাষক অধ্যাপক সবিতা বৈরাগী ও সহকারী রাজস্ব কর্মকর্তা মোজাফ্ফর হোসেন সেলিম।
এছাড়াও সেখানে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হওয়া ওই অনুষ্ঠানে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী পাঁচশত শিক্ষার্থীদের মধ্যে বিশ জনকে বিজয়ী ঘোষণা করে পুরষ্কার বিতরণ করা হয়।
(আরআর/এসপি/ডিসেম্বর ১২, ২০২৪)