মাগুরায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন
মহম্মদপুর প্রতিনিধি : "শ্রমিক-জনতার স্বার্থরক্ষায় ইসলামী সমাজব্যবস্থার কোনো বিকল্প নেই"এই প্রতিপাদ্য শ্লোগানকে সামনে নিয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মাগুরা সদর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৫-২৬ সম্পন্ন হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে মাগুরা আতর আলী পাবলিক লাইব্রেরী গণ গ্রন্থাগার মাঠ প্রাঙ্গন চত্বরে মাগুরা সদর উপজেলা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে সম্মেলন সম্পন্ন হয়।
দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মাগুরা পৌরসভার সভাপতি সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে মাগুরা সদর উপজেলা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি আবুল কাশেম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা জেলা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন প্রধান উপদেষ্টা অধ্যাপক এম.বি বাকের।
বিশেষ অতিথি ছিলেন, মাগুরা জেলা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন যশোর-কুষ্টিয়া অঞ্চল সহকারী পরিচালক অধ্যাপক মশিউর রহমান, মাগুরা জেলা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মাওঃ মোঃ ইব্রাহিম বিশ্বাস, মাগুরা সদর উপজেলা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন প্রধান উপদেষ্টা অধ্যাপক ফারুক হুসাইন, মাগুরা পৌরসভা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন প্রধান উপদেষ্টা অধ্যাপক আশরাফুল আলম প্রমূখ।
(বিএস/এসপি/ডিসেম্বর ১২, ২০২৪)