গোপালগঞ্জে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের আনন্দঘন দিন
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা একটি আনন্দঘন দিন কাটিয়েছে। ক্রীড়া প্রতিযোগিতা, আনন্দ উৎসবে অংশ নিয়ে তারা এমন দিন কাটায়।
গতকাল বুধবার শেখ ফজলুল হক মণি স্মৃতি স্টেডিয়ামে জেলা ক্রীড়া অফিস তাদের জন্য ক্রীড়া প্রতিযোগিতা, আনন্দ উৎসব ও পুরস্কার বিতরণের আয়োজন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান।
দিনব্যাপী মোরগ লড়াই, দৌড় সহ ক্রীড়া প্রতিযোগিতার ৬টি ইভেন্টে অর্ধশত বিশেষ চাহিদা সম্পন্ন শিশু অংশ নেয়। পরে আনন্দ আয়োজনে অংশ নিয়ে তারা আনন্দ উৎসবে মেতে ওঠে। বিকেলে প্রতিযোগিতার বিজয়ী ও অংশগ্রহনকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য এ আয়োজন করা হয়। এতে তারা অংশ নিয়ে একটি আনন্দঘন দিন কাটিয়েছে। আগামীতে তাদেরা জন্য এ আয়োজন অব্যাহত থাকেবে।
(টিবি/এসপি/ডিসেম্বর ১২, ২০২৪)