প্রীতি ফুটবল ম্যাচে জামালপুর ফুটবল একাডেমির জয়
রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচে ২-১ গোলে জয়ী হয়েছে জামালপুর ফুটবল একাডেমি। এ ম্যাচে প্রতিপক্ষ ছিল ইসলামপুর প্রত্যাশা তরুণ সংঘ। 'জীবন একটাই, তাকে ভালোবাসুন মাদক থেকে দূরে থাকুন' প্রতিপাদ্যে এ ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়।
আজ বুধবার বিকেলে জিলা স্কুল মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে জেলা ক্রীড়া সংস্থা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণ করে জামালপুর ফুটবল একাডেমি বনাম ইসলামপুর প্রত্যাশা তরুণ সংঘ।
জামালপুর জেলা ক্রীড়া কর্মকর্তা আরফিন আক্তার মনির সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যালএইড অফিসার আল মামুন।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল হালিম রাজ, ক্যাপ্টেন মেহেদী হাসান সৌরভ, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. নজরুল ইসলাম প্রমুখ।
খেলার নির্ধারিত সময়ে জামালপুর ফুটবল একাডেমি-১ ইসলামপুর একাদশ-১ গোলটাইব্রেকারে (পেনাল্টি শূট-আউট) ২-১ গোলে জয়লাভ করে জামালপুর ফুটবল একাডেমি।
খেলায় রেফারির দ্বায়িত্ব পালন করেন জাহাঙ্গীর কবির রতন। ধারা ভাষ্যকারে ছিলেন ক্রীড়া সংগঠক সোহানুর রহমান।
(আরআর/এসপি/ডিসেম্বর ১১, ২০২৪)