মাগুরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া উৎসব উদ্বোধন
মহম্মদপুর প্রতিনিধি : মাগুরায় মহান বিজয় দিবস উপলক্ষে ক্রিকেট, ফুটবলসহ ৭টি ইভেন্ট নিয়ে সপ্তাহব্যাপী ক্রীড়া উৎসবের শুভ উদ্বোধন করা হয়েছে। গত মঙ্গলবার সকালে জেলা স্টেডিয়ামে এ ক্রীড়া উৎসবের শুভ উদ্বোধন করেন, মাগুরা জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, অতিরিক্ত পুলিশ সুপার এ এস এম মুক্তারুজ্জামান, সিভিল সার্জন ডাঃ শামীমা কবির, জেলা তথ্য কর্মকর্তা পাভেল দাস, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান প্রমূখ।
মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় সপ্তাহব্যাপী ক্রীড়া উৎসব চলবে। এতে ফুটবল, ভলিবল, বাস্কেটবল, ব্যাডমিন্টন, লং টেনিস, টেবিল টেনিস, প্রতিযোগিতা হবে। সব শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে বলে জানা গেছে।
(এসবি/এসপি/ডিসেম্বর ১১, ২০২৪)