রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে জেলা কৃষকদল।

আজ বুধবার সকালে স্টেশন রোডে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে শোভাযাত্রাপূর্ব এক আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা কৃষকদলের আহ্বায়ক মাজেদুল ইসলাম সাত্তারের সভাপতিত্বে ও সদস্য সচিব গাউসুল আজম শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শহর বিএনপির সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ, থানা বিএনপির সভাপতি শফিউর রহমান শফি, সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক সালেহীন মাসুদ মাস্টার প্রমুখ।

আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলায় গিয়ে শেষ হয় শোভাযাত্রাটি।

আলোচনা সভা ও শোভাযাত্রায় জেলা বিএনপি, জেলা কৃষকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

(আরআর/এসপি/ডিসেম্বর ১১, ২০২৪)